চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে অপু-জসিম পরিষদের নিরঙ্কুস প্রাধান্য পরিলক্ষিত হয়েছে। এই পরিষদের মাত্র একজন (সদস্য পদে) ছাড়া বাকি সকলেই নির্বাচিত হয়েছে। ২৭ পদের মধ্যে ২৫ টি পদে জয়ী হয়েছে অপু-জসিম পরিষদ। ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টায় থেকে শুরু হয়ে এ ভোট কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত চলে।

এ নির্র্বাচনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে সাবেক ফুটবলার ও ব্যবসায়ী মো. জসিম উদ্দিন এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে সাবেক ফুটবলার মাহমুদুল করিম মাদু নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ভাই সাবেক ফুটবলার ও কাস্টমস কর্মকর্তা আবছার উদ্দিন সর্বোচ্চ ১১৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত বাকি ৩জন সহ-সভপতি হলেন, অধ্যক্ষ জসিম উদ্দিন (প্রাপ্ত ভোট ৯৮), সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু (প্রাপ্ত ভোট ৯২), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক কৃতি গোলকিপার বিজন বড়ুয়া (প্রাপ্ত ভোট ৮৭)। এই পদে পরাজিত প্রার্থী খোরশেদ আলম রাজা পেয়েছেন ৭২ ভোট। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ২ জন, শাহিনুল হক মার্শাল (৯২) এবং হেলাল উদ্দিন কবির (৯০)। এতে পরাজিত প্রার্থী জিএম জাহিদ ইফতেখার পেয়েছে ৬৯ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাবেক কৃতি ফুটবলার একেএম রাশেদ হোছাইন নান্নু (৯১)। তার নিকটতম প্রার্থী ওয়াহিদ মুরাদ সুমন পেয়েছেন ৪০ ভোট। এছাড়া কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন, হারুন অর রশিদ (১১৪), অধ্যাপক জসিম উদ্দিন (১১০), এম জাহেদ উল্লাহ (৮৮), রতন দাশ (৮০), এম আর মাহবুব (৮৬), আমিনুল ইসলাম মুকুল (৮৫), ওমর ফারুক ফরহাদ (৮৬), আজমল হুদা (৭৬), খোরশেদ আলম (৭৫), পরেশ কান্তি দে (৮৫), সোয়েব ইফতেখার (৯৮), ওসমান সরওয়ার (৯৫), ইসতিয়াক আহামদ জয় (৭৭) ও আলী রেজা তসলিম (৭৬)। এছাড়া সংরক্ষিত উপজেলা প্রতিনিধি হিসাবে অপু জসিম পরিষদের প্রার্থী নাছির উদ্দিন ১০৩ এবং মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন ৮৬ ভোটে পেয়ে নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত ২ জন হলেন খালেদা জেসমিন (১০০) ও আয়েশা সিরাজ (৭৮)। ভোট গণনা শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নির্বাচন কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট