চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩৩ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জমকালো ও বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় রাউজান সরকারি আর আর.এ.সি.মডেল হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন, পায়রা উড়িয়ে, পতাকা উত্তোলন করে এর উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও রাউজান শরীফ পাড়া খেলোয়াড় সমিতির সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির আহবায়ক রাউজার পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

যুগ্ম আহবায়ক সুমন দের সার্বিক তত্ত্বাবধানে, সদস্য সচিব আহসান হাবিব চৌধুরী হাসান ও যুগ্ম আহবায়ক তপন দের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগ, ওসি কেপায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, এডভোকেট সমীর দাশগুপ্ত, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাশি, আবদুল জব্বার সোহেল, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, হাসান মোহাম্মদ রাসেল, সেকান্দর হোসেন, ওসমান গনি রানা, আবু ছালেক, দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, অনুপ চক্রবর্তী, মো. আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, বেলাল উদ্দিন, শফিকুল ইসলাম সুমন, আরমান শান্ত। উদ্বোধনী খেলায় অংশ নেয় বঙ্গবন্ধু রানীরহাট স্পোর্টিং ক্লাব বনাম কিষোয়ান স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া। উদ্বোধনী খেলায় উভয় দলে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় অংশ নেন। খেলা উপভোগ করতে রাউজান ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শকের সমাগম হয়। এর পূর্বে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের স্পন্সর ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেড, আরামিট সিমেন্ট, জে কে গ্রুপ ও আজিজুর রহমান ফাউন্ডেশন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট