চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভুলের মাসুল

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩৩ পূর্বাহ্ণ

নারী মহলে নিজেকে আকর্ষণীয় করে তুলতে শরীরের উপরের অংশ অর্থাৎ কাঁধ, পেটের পেশির ব্যায়াম যে রকম নিষ্ঠা মেনে করতেন, সে ভাবে হাঁটুর ব্যায়ামে জোর দেননি আন্দ্রে রাসেল। যে কারণে পরবর্তী সময়ে তাকে হাঁটুর যন্ত্রণায় ভূগতে হয়েছে। এই তথ্য নিজেই স্বীকার করেছেন এই ক্যারিবিয়ান দানব। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে একটি ক্রিকেট অনুষ্ঠানে গিয়ে রাসেল উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব বলেন। রাসেলের ভাষায়, ‘যারা আগামী দিনের রাসেল হতে চাও, তারা কখনও আমি যা ভুল করেছি তা করতে যেও না। আমার বয়স যখন ২৩-২৪, তখন থেকেই হাঁটুর ব্যথা আমার সঙ্গী। ছোটবেলায় কেউ যদি বলত, হাঁটুকে শক্ত ও মজবুত করার জন্য কিছু সাধারণ ব্যায়াম করলেই হবে। তা হলে বড় হওয়ার পরে হাঁটুর যন্ত্রণা বয়ে বেড়াতে হত না আমাকে। এমনকি পরবর্তী কালে হাঁটুর অস্ত্রোপচারও করাতে হত না। আমি এই বয়সে এসে আরও ফিট থাকতে পারতাম।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট