চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাড়ীঘোনা প্রিমিয়ার লিগ ভাইকিংসের হাতেই শিরোপা

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:২৯ পূর্বাহ্ণ

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের স্বাদ পেলো বাড়ীঘোনা ভাইকিংস। বাড়ীঘোনা ক্রীড়া সংস্থা আয়োজিত ধুম ধাড়াক্কা ক্রিকেটের উৎসবমুখর এই আয়োজনে গতকাল অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়নরা ৩৮ রানে হারায় বাড়ীঘোনা টাইগার স্টারকে। হাটহাজারীর মাদার্শস্থ বিপিএল মাঠে ফাইনাল শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান সংস্থার চেয়ারম্যান জাবের কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংস্থার সাধারণ সম্পাদক মো. এরশাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাাম আবাহনীর সাধারণ সম্পাদক ও সিজেকেএস সহ-সভাপতি লায়ন আলহাজ দিদারুল আলম চৌধুরী। প্রধান অতিথি অনুষ্ঠানে বিজয়ী ও বিজীতদের অভিনন্দন জানিয়ে বলেন, টুর্নামেন্টটি আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে। তিনি নিয়মিত টুর্নামেন্টটি আয়োজনের জন্য একইসাথে এখানকার ক্রিকেটে উন্নতির ধারা বহমান রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চায়না হাউস এর চেয়ারম্যান, মো. আলী আকবর হোসেন চৌধুরী, ব্যংকার তৌহিদ হোসেন, প্যানেল চেয়ারম্যান বাবু তাপস বড়ুয়া, নাছিরাবাদ ওয়াড আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ নজরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ সহ-সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। ফাইনালে প্রথমে ব্যাট করে বাড়ীঘোনা ভাইকিংস তুষারের ৫০, নাঈমের ৪০, আদনানের ২৮ রানের উপর ভর করে ৫ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। তুষার মাত্র ১৩ বলে ৫০ রান করেন। প্রতিপক্ষের ইরফান ৩ উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে বাড়ীঘোনা টাইগার স্টার ১৫ বল আগেই সবক’টি উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহে সক্ষম হয়। রহিম বাদশা সর্বোচ্চ ৪৫ রান করেন। চ্যাম্পিয়নদের পক্ষে সাকিব ৪টি ও তুষার ২ উইকেট লাভ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট