চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাকিবের আবেগঘন স্ট্যাটাস

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০১ পূর্বাহ্ণ

উম্মে আহমেদ শিশিরের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছেন সেই ২০১২ সালের ১২ ডিসেম্বর। হাতে হাত রেখে অতিক্রম করছেন সাতটি বসন্ত। ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনের দুঃসময়ে পাশে পেয়েছেন পরিবার, নিজ স্ত্রী শিশিরকে। ক্রিকেট থেকে দূরে থাকার সময়ে সবসময় সুশ্রী ও মিষ্টি স্বভাবের একমাত্র কণ্যা অব্রির সঙ্গে আড্ডা-খুনসুঁটিতে মেতে থাকছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। প্রিয়তমা স্ত্রীকেও প্রচ- ভালোবাসেন তিনি। সব অনুপ্রেরণার উৎস প্রিয় সহধর্মিণী ও কলিজার টুকরা মেয়ে! সেই রেশেই বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিশ্ব ভালোবাসা দিবসে তার পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান। যেখানে তিনি বলেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সকল সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী।’ তিনি আরও বলেন, ‘ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি, বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’ উল্লেখ্য, একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। সেটা প্রত্যাখ্যান করলেও নিয়মানুযায়ী আইসিসির দুর্নীতি দমন সংস্থা-আকসুকে জানাননি সাকিব। এই অপরাধে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হয়েছে।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট