চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘নাইন্টিস উইলোস’ ক্লাবের লোগো ও জার্সি উন্মোচন

১৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:১৪ পূর্বাহ্ণ

ব্যস্ততম সময়ের মাঝেও কিছুটা বিনোদন এবং চট্টগ্রামের ক্রিকেটের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে ক্রিকেটাঙ্গনকে সহযোগিতার লক্ষ্য নিয়ে ‘নাইন্টিস উইলোস’ নামে একটি ক্রিকেট সংগঠনের আত্মপ্রকাশ ঘটে কিছুদিন আগে। ৯০’র দশকে জাতীয় এবং চট্টগ্রামের প্রতিনিধিত্ব করা সাবেক ক্রিকেটারদের এ সংগঠন ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রীতি ক্রিকেট ম্যাচও খেলেছে। সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির লোগো এবং জার্সি উন্মোচন করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। প্রধান অতিথির বক্তব্যে আকরাম খান চট্টগ্রাম থেকে খেলোয়াড় উঠে না আসার পেছনে মাঠ সংকট দায়ী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা এখন সবাইকে তামিম-সাকিব হিসেবে দেখতে চাই, অথচ আমরা কেউ তাদের খেলার সুযোগ তৈরি করে দিতে পারছি না। ভবিষ্যৎ প্রজন্মকে অনুশীলন এবং খেলার জন্য মাঠ দিতে না পারলে মানসম্মত খেলোয়াড় উঠে আসবে না। আলী ইকরামুল হক রমি ও আহমেদ রাজিব শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক আক্তার পারভেজ হিরো, সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল, শহীদুর রহমানসহ চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী সাবেক ক্রিকেটারবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট