চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ক্লিফটন গ্রুপ টি-১০ কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কন্টিনেন্টাল গ্রুপ ও টি জেড ফ্যাশন সেমিফাইনালে

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:১৪ পূর্বাহ্ণ

চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাবের আয়োজিত ক্লিফটন গ্রুপ টি-১০ কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিপার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত বি গ্রুপের ৩টি খেলায় কন্টিনেন্টাল গ্রুপ ৩৪ রানে টি জেড ফ্যাশনকে, টি জেড ফ্যাশন ৩৬ রানে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটকে এবং কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৫ উইকেটে কন্টিনেন্টাল গ্রুপকে পরাজিত করেছে। এতে করে ১ জয় ও ১ পরাজয়ে ৩টি দলের পয়েন্ট সমান হয়ে যায়। কিন্তু নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে কন্টিনেন্টাল গ্রুপ এবং টি জেড ফ্যাশন। সংক্ষিপ্ত স্কোর: কন্টিনেন্টাল গ্রুপ : ৮৮/৬/১০ওভার ও টি জেড ফ্যাশন: ৫৪/১০/ ৮.২ওভার। টি জেড ফ্যাশন: ১০১/৫/ ১০ওভার ও কোয়ালিটি:৬৫/৯/১০ওভার। কন্টিনেন্টাল গ্রুপ:৬৮/৭/১০ওভার ও কোয়ালিটি স্কুল অব ক্রিকেট: ৬৮/৫/৯.১ওভার। এর আগে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, কো-স্পন্সর প্রতিষ্ঠান জিপি এইচ ইস্পাতএর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, রিটজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শওকত আলী চৌধুরী মামুন, আয়োজক কমিটিরসহ-সভাপতি সাবেক জাতীয় ক্রিকেটার মো. শহিদুর রহমান,সদস্য সচিব ফজলে বারী খান রুবেল, নুরুল আবেদীন নোবেল, জাহিদ হাসান, জাহিদ রেজা বাবু, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু। খেলা শেষে ৩টি খেলায় ম্যাচ সেরা তাহমিদ (কন্টিনেন্টাল গ্রুপ)-কে টি জেড ফ্যাশনের চেয়ারম্যান জালাল উদ্দিন, মুরাদ (টি জেড ফ্যাশন)-কে সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এবং জসিম (কোয়ালিটি)-কে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় খেলোয়াড় আফতাব আহমেদ। আজ শুক্রবার এ টুর্নামেন্টের এ গ্রুপের ৩টি খেলা এবং প্লেট পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে সকাল ৯টা ৩০ মিনিটে আম্বিয়া গ্রুপ ও মাসইন্টিমেট্স, ১১ টা ১০ মিনিটে ইস্পাহানি স্পোর্টস, মাসইন্টিমেট্স ও দুপুর ২টায় আম্বিয়া গ্রুপ ও ইস্পাহানি স্পোর্টস মুখোমুখি হবে। এছাড়া বিকেল ৪টা ৪৫ মিনিটে প্লেট পর্বের ফাইনালে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ও এ গ্রুপের শেষ দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট