চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রিয়ালের অপেক্ষা নেইমার-এমবাপেকে নিয়ে

২২ মে, ২০১৯ | ১:১২ পূর্বাহ্ণ

মৌসুমটা শিরোপাহীন সাথে ইতিহাসের জঘন্যতম পারফরম্যান্স রিয়াল মাদ্রিদের। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার পর একদমই যেন ভেঙে পড়েছে রিয়াল মাদ্রিদ। তাই তো নতুন সেনার সন্ধানে হাত গুটিয়ে নেমেছে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ। নেইমার জুনিয়র আর কিলিয়ান এমবাপে ফুটবলের সব থেকে বড় তারকাদের মধ্যে অন্যতম। তাদেরই দলে ভেড়ানোর সকল চেষ্টা গ্যালাকটিকোদের। বার্সেলোনা যখন অবৈধ ভাবে নেইমারকে উড়িয়ে এনেছিল তখনও তাকে রিয়ালে চেয়েছিলেন পেরেজ। তবে সে সময়ে আর দলে ভেড়ানো হয়ে ওঠেনি নেইমারকে। এরপর বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন এই ব্রাজিলিয়ান। তবে তাকে রিয়ালের জার্সিতে খেলতে দেখার আগ্রহ এক বিন্দুও কমেনি পেরেজের। এ মৌসুমে এই গুঞ্জন আরও জোরালো। ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপের স্বপ্ন রিয়ালের হয়ে খেলার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট