চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামের তিন আন্তর্জাতিক রেফারিকে সংর্বধনা

২২ মে, ২০১৯ | ১:১২ পূর্বাহ্ণ

এশিয়ান কারাতে ফেডারেশনের এশিয়ান জাজ লাইসেন্স পাস করায় চট্টগ্রামের সিজেকেএস কারাতে কমিটির যুগ্ম-সম্পাদক ও কারাতে প্রশিক্ষক তুলু উশ সামস এবং দুই ভাইস চেয়ারম্যান রতন তালুকদার ও মারিয়া চক্রবর্তীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দূর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত তুলু উশ ষামস, রতন তালুকদার ও মারিয়া চক্রবর্তী’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উল্লেখ্য তুলু উশ ষামস বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কেউ একই সাথে কাতা ও কুমিতে এশিয়ান জাজ হিসেবে পাস করে অনন্য নজীড় স্থাপন করেন। এছাড়া সিজেকেএস কারাতে কমিটির দুই ভাইস চেয়ারম্যান রতন তালুকদার ও মারিয়া চক্রবর্তী বাংলাদেশের হয়ে এশিয়ান কাতা জাজ হিসেবে পাস করেন। অনুষ্ঠানে বিকেএফ সাধারন সম্পাদক ও বান্দরবন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শ্য হ্লা, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারন সম্পাদক হাসানুজ্জামান মনি সহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ইতিপূর্বে কাতা জাজ হিসেবে পাস করা অপর তিন জাজ আওলাদ হোসেইন, কাওসার আহমেদ ও লতা পারভীনকেও সংবর্ধনা দেয়া হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট