২১ মে, ২০১৯ | ৫:০০ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড এন্ড ওয়েলসে আগামী ৩০ মে পর্দা উঠবে বহুকাঙ্ক্ষিত বিশ্বকাপের দ্বাদশ আসরের। বাংলাদেশের গাজী টিভি (জিটিভি), মাছরাঙা ও বিটিভি ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। অন্য দেশের ক্রিকেটপ্রেমীরাও সরাসরি খেলা উপভোগ করতে পারবেন টিভি চ্যানেল ও অনলাইনে ।
ভারতে সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস, ডিডি স্পোর্টস ও ডিডি ন্যাশনালে। পাকিস্তানে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও সনি লাইভ, অস্ট্রেলিয়াতে ফক্স স্পোর্টস, যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস, আমেরিকাতে ইএসপিএন ও উইলো টিভিতে, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস এবং নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস প্রচার করবে বিশ্বকাপের ম্যাচগুলো। কানাডা ও ইউরোপে ইউপ টিভিতে এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অধিবাসীরা এসএন স্পোর্টস ক্রিকেট এইচডি চ্যানেলে খেলাগুলো প্রত্যক্ষ করতে পারবেন। কানাডায় এটিএন (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক), শ্রীলংকায় এসএলআরসি (চ্যানেল আই), ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইএসপিএন ক্যারিবিয়ান, আফগানিস্তানে মোবি টিভিতে সরাসরি খেলা দেখা যাবে। হংকংয়ে স্টার ক্রিকেট, নাউ টিভি অ্যাপ, মালয়েশিয়াতে স্টার ক্রিকেট, অ্যাস্ট্রো গো, সিঙ্গাপুরে স্টার ক্রিকেট, স্টার হাব গো, সিংগটেল টিভি, ফিজিতে ফিজি ব্রডকাস্টিং কর্পোরেশন (এফবিসি টিভি), চায়নাতে ফক্স নেটওয়ার্ক গ্রুপে ক্রিকেটের সর্বোচ্চ আসরের খেলা দেখা যাবে।
এছাড়া অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন বিশ্বের আনাচে-কানাচে থাকা ক্রিকেটপ্রেমীরা। ভারতে অনলাইনে হটস্টারে, ইউরোপ ও জাপানে আইসিসির ফেসবুক পেজে। বাংলাদেশে র্যাবিটহোল অ্যাপে, নিউজিল্যান্ডে ফ্যান পাসে, যুক্তরাজ্যে স্কাইগোতে, অস্ট্রেলিয়া ও জার্মানিতে ডাজেডএনে সরাসরি খেলা দেখা যাবে।
The Post Viewed By: 248 People