চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কেমন ফুটবল চাই শীর্ষক টেবিল বৈঠক

২৯ জানুয়ারি, ২০২০ | ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফুটবল উন্নয়ন ফোরামএর আয়োজনে চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত হলো“কেমন ফুটবল চাই” শীর্ষক এক বৈঠক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস, বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ্জ্ব আবুল হাশেম, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটির সম্পাদক হাফিজুর রহমান, বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম দুলাল, সহ-সভাপতি এস এম শহীদুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সাবেক জাতীয় ফুটবলার এজহারুল হক টিপু ও দেবাশীষ বড়–য়া দেবু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক আজাদীর সিনিয়র ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বৈশাখী টেলিভিশনএর চট্টগ্রাম ব্যুরো প্রধান মহসিন চৌধুরী।

আলহাজ্জ্ব আলী আব্বাস তাঁর বক্তৃতায় বলেন, দেশের মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তুলতে কেন্দ্রিয় নেতৃত্বে পরিবর্তনের কোন বিকল্প নেই। তিনি বলেন আমরা ৭০-৮০ দশকের জনপ্রিয় ফুটবলকে ফিরিয়ে আনতে চাই। এবিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কওে বাফুফে নির্বাচনে বর্তমান নিস্ক্রিয় ও ব্যর্থ নেতৃত্বেও পরিবর্তন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। সিরাজউদ্দিন মো. আলমগীর তাঁর বক্তব্যে বাফুফে সভাপতি কাজী সালাহ্উদ্দিনকে ফুটবল আর্বজনা বলে অভিহিত করেন এবং বছরের পর পর বছর দেশের ফুটবলকে জিম্মি করে রেখে জাতীয় ফুটবল প্রতিভা সম্পূর্ণ রুপে ধ্বংসের পেছনে এই সালাহউদ্দিন গং এর নেতৃত্বে ব্যর্থ কমিটিই দায়ী বলে মন্তব্য করেন। বর্তমান বাফুফে সভাপতি সালাহউদ্দিনকে ফুটবল সন্ত্রাস হিসেবে অভিহিত করে তিনি অতি সত্ত্বর বাফুফে নেতৃত্বেও পরিবর্তনের মাধ্যমে দেশের ফুটবল উন্নয়নের পথকে সুগম করার জন্য সকলের সমন্বিত প্রয়াসের পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। হাফিজুর রহমান বলেন দেশের ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হলে বর্তমান অর্থব ও সম্পূর্ণভাবে ব্যর্থ কমিটি পরিবর্তনের কোন বিকল্প নেই। এজহারুল হক টিপু বলেন তৃনমূল থেকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে দেশের মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তুলতে হবে। যাতে শতভাগ ব্যর্থ হয়েছেন বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি বলেন, নতুন নেতৃত্ব এখন সময়ের দাবী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট