চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আজ বঙ্গবন্ধু ফুটবলে চট্টগ্রামের ডু অর ডাই ম্যাচ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২০ | ৩:৪৮ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠানরত জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ এক ‘ডু অর ডাই ম্যাচ’- এ অংশ নেবে চট্টগ্রাম জেলা। যমুনা অঞ্চলের কাপ পর্বের সেমিফাইনাল খেলার ফিরতি পর্বে আজ চট্টগ্রামের প্রতিদ্বন্দ্বী ফেনী জেলা। খেলাটি বিকেল ৩টায় ফেনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচে অংশ নিতে চট্টগ্রাম জেলা দল আজ সকাল ৯টায় সড়ক পথে ফেণীর উদ্দেশ্যে রওনা হবে। এদিকে আজ একই গ্রুপের অন্য এক ম্যাচে কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা মুখোমুখি হবে। খেলাটি বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য দু-দলের প্রথম পর্বে কক্সবাজারে গত ২৪ জানুয়ারী অনুৃষ্ঠিত ম্যাচে খাগড়াছড়ি জেলা ৩-০ গোলে পরাজিত হয়েছিল। কাজেই আজকের ম্যাচে কক্সবাজার নিদেনপক্ষে ড্র করলেই যমুনা অঞ্চলের ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে ফাইনালে খেলতে হলে খাগড়াছড়িকে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে। এ ম্যাচে অংশ নিতে কক্সবাজার জেলা দল গতকাল রাতে খাগড়াছড়ি পৌঁছেছে। উল্লেখ্য চট্টগ্রাম ও ফেনী জেলা দলের চট্টগ্রাম পর্বের গত ২৪ জানুয়ারী চট্টগ্রামে অনুষ্ঠিত খেলাটি গোলশূণ্য (০-০) ড্র হয়। এ কারণে আজকের ম্যাচটি দু-দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। যারা হারবে তাদের বিদায় ঘন্টা বেজে যাবে। জয় পাওয়া দল যমুনা অঞ্চলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে চট্টগ্রামের ফুটবল বোদ্ধাদের মতে আজ চট্টগ্রামকে জিততে হলে সীমাহীন পরিশ্রম করতে হবে। কেননা, ফেনীর মাঠে ফেনীকে হারানো মোটেও সহজ কোন ব্যাপার নয়। এ ব্যাপারে, চট্টগ্রাম দলের ম্যানেজার সাবেক কৃতি ফুটবলার মশিউল আলম স্বপন বলেছেন, এটি আমাদের জন্য টাফ একটা ম্যাচ। তবে আমরা রাফ খেলতে চাইনা। নিজেদের মাঠে ফেনী বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের খেলোয়াড়দের কোনভাবেই মাথা গরম করা যাবে না। কৌশলে ঠান্ডা মাথায় ওদের সাথেমোকাবেলা করতে হবে। প্রাপ্ত সুযোগের সদ্বব্যবহার করতে পারলে, হয়তো শেষ হাসিটা আমাদের হবে। তিনি এ জন্য চট্টগ্রাম বাসির কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট