চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসো.র বার্ষিক সাধারণ সভা

২৭ জানুয়ারি, ২০২০ | ৩:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২৪ জানুয়ারী শুক্রবার রাঙ্গামাটি জেলার পর্যটন নগরী সাজেক ভ্যালির হোটেল দার্জিলিং এ এসোসিয়েশনের সহ-সভাপতি দেবাশীষ বড়–য়া দেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভার শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন, ২০১৮ সালের বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন কোষাধ্যক্ষের আয় ও ব্যয়ের হিসাব,কল্যাণ তহবিল সম্পাদকের হিসাব ও কোষাধ্যক্ষ কর্তৃক ২০২০ সালের বাজেট অনুমোদন করা হয়। এ ছাড়া ২০১৯ সালে জন্য উদিয়মান সেরা রেফারি হিসেবে নুরুল গণি মিল্কি ও সেরা সহকারি রেফারি হিসেবে তারিকুল ইসলামকে পুরুষ্কৃত করা হয়। ২০১৯ সালের অনুশীলনে সর্বোচ্চ উপস্থিতির জন্য সুভাষ বৈদ্যকে পুরুস্কৃত হন। ফিফা, জাতীয় ও ১ম শ্রেণিতে উত্তির্ণ রেফারি, যথাক্রমে শরীফুজ্জামান খান টিপু, সাহেদুল হক, হুমায়ুন রশিদ, জিলহাজ উদ্দিন, সাইফুল্লাহ মনির, সজল মিয়া, নাছির উদ্দিন, মো. তসলিম ও সোহাগ উদ্দিনকে ব্লেজার প্রদান করা হয়। ২য় শ্রেণিতে উত্তির্ণ রেফারি মো, জয়নাল, মো. হারুন, মো. সানোয়ার, মো. ইমরান, রুবেল দে, শান্ত দাশ শাহরিয়ার কবির, নাফিজ সরকার ও আসাদুল ইসলাম টিপুকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া এসোসিয়েশনের প্রবীণ ৩ জন রেফারি মঞ্জুরুল ইসলাম এডভোকেট, সাইদুল হক ও জানে আলম লিটনকে সংবর্ধনা দেয়া হয়- সারা বছর এসোসিয়েশনের কর্মকান্ডে সার্বিক সহয়োগিতা প্রদানের জন্য মো: আব্দুস শুকুর রানা, এ এম এম সৈকত, গিয়াস উদ্দিন বাবর, মো: হারুন, জয়নাল আবেদীন, মো: নাফিজ সরকার ও ফরহাদ হোসেন চৌধুরীকে বিশেষ পুরুষ্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- প্রনব দেব দাশ ও গিয়াস উদ্দিন বাবর। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট