চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আজ ফাইনালে ওঠার লড়াই

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির চট্টগ্রাম পর্বের সেমিতে জে এম সেন ও বায়তুশ শরফ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২০ | ৩:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.’র আর্থিক পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির চট্টগ্রাম পর্বের খেলার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চট্টগ্রামের জে এম সেন স্কুল এন্ড কলেজ এবং কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বি গ্রুপের খেলায় জে এম সেন স্কুল এন্ড কলেজ ৪-০ গোলে নোয়াখালী জেলা স্কুলকে এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ৫-০ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতে খড়ি স্কুল ও কলেজকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে। গতকালের খেলায় জয় পাওয়া ২টি দল আজ সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। খেলাটি মাঠে গড়াবে বিকেল ৩টা ৩০ মিনিটে। এর আগে অপর এক ম্যাচে এ গ্রুপের খেলায় রাঙ্গামাটির আইডিয়াল স্কুল ও চট্টগ্রামের রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকাল মাঠে কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি দলের খেলা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষন করেছে। অনেকের মতে, এ দলটির হাতে উঠতে পারে শিরোপা। তার উপর দলটি এবারে জাতীয় স্কুল হকিতে রানার্স আপ হয়েছে দূভার্গ্যবশত রাজশাহীর কাছে হেরে। একাডেমির ক্রীড়া শিক্ষক কাশেম কুতুবী’র সার্বিক দিক নির্দেশনায় এবং কোচ মো. আলী খান হৃদয়ের প্রশিক্ষণপুষ্ট দলটি স্কুল পর্যায়ে সারা দেশে একটি সমীহ করার মতো স্থান করে নিয়েছে। গতকালের খেলায় দলটির বোঝাপোড়া, নিজেদের মধ্যে বলের আদান প্রদান, আক্রমণের ধার, রক্ষণভাগের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। এতে দলের হয়ে সাহেদুল ২টি এবং সাকিব, ছোটন ও সাঈম ১টি করে গোল করেন। অন্য ম্যাচে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে চট্টগ্রামের জে এম সেন স্কুল এন্ড কলেজ প্রতিদ্বন্দ্বী নোয়াখালী জেলা স্কুলকে ঘায়েল করেছে। চট্টগ্রামের স্কুলগুলোর মধ্যে হকিতে জে এম সেন বেশ ভাল একটা জায়গায় অবস্থান নিয়ে আছে। খেলাতেও সেটা দেখা গেছে। এ কারণেই আজ বায়তুশ সরফ জব্বারীয়া একাডেমির সাথে তাদের জম্মেশ একটা লড়াই হবে। গতকাল জে এম সেন স্কুলের হয়ে জিকু ২টি এবং অন্তর ও আরমান ১টি করে গোল করেন। আজকের খেলা: রাঙ্গামাটির আইডিয়াল স্কুল বনাম চট্টগ্রামের রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ (দুপুর ১টা ৩০ মিনিট) এবং (১ম সেমিফাইনাল) চট্টগ্রামের জে এম সেন স্কুল এন্ড কলেজ বনাম কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি (বিকেল ৩টা ৩০ মিনিট)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট