চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি শুরু

২৬ জানুয়ারি, ২০২০ | ৩:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর আর্থিক পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। উদ্বোধক ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলগীর, সিজেকেএস সহসভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী এম জে এফ, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর জোনাল হেড মো. হাফিজুর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, জহির আহমেদ চৌধুরী, মো. শাহজাহান, নাসির মিঞা, মনোরঞ্জন দে, রেখা আলম চৌধুরী, সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, ভাইস চেয়ারম্যান হকি কমিটি ডেরিক র‌্যান্ডলফ, এ বি এম খালেদুজ্জামান দাদুল, যুগ্ম-সম্পাদক মকসুদুর রহমান বুলবুল,নিজাম উদ্দিন নিজু, সদস্য মাসুদুল ইসলাম, কাজী মঈনুল হোসাইন, মুশফিকুর রহমান আরমান, আল-হাসান মঞ্জু, আনিসুর রশিদ, আল মামুনুল করিম, সিজেকেএস কাউন্সিলর আলী হোসেন রাজু, আনজুমানআরা, আব্দুর রশীদ লোকমান,রায়হান উদ্দীন রুবেল, হারুনুর রশীদ, সালাউদ্দীন জাহেদ প্রমূখ।

উদ্বোধরী খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ১০-১ গোলে সোনাপুর উচ্চ বিদ্যালয় ফেনীকে পরাজিত করে। গোলদাতা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের অর্পন ৫, সৃজন ২, প্রিতম ৩। সোনাপুর উচ্চ বিদ্যালয়ের রোমান ১ গোল পরিশোধ করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট