চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শিরোপার লড়াইয়ে ফিলিস্তিন ও বুরুন্ডি

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২০ | ৪:৫৭ পূর্বাহ্ণ

টানা দ্বিতীয়বারের মতো স্বাগতিক বাংলাদেশকে ছাড়াই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের ফাইনাল হতে যাচ্ছে। যেখানে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও বুরুন্ডি। লড়াইটা যেন এশিয়া বনাম আফ্রিকা! ফাইনালে উঠে শিরোপা ধরে রাখার অভিযাত্রা ফিলিস্তিনের। অন্যদিকে প্রথমবার এসেই ট্রফি জিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশগ্রহণ স্মরণীয় করে রাখতে চায় বুরুন্ডি। শিরোপা লড়াইটি আজ বিকেল ৪টায় শুরু। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে বিটিভি ও আরটিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচ। ফিলিস্তিন দলের কোচ দাগোব আকরাম সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী সুরে বলেছেন, ‘আমরা ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই। এই ট্রফি জিততে পারলে তা আমাদের দেশের জন্য বাড়তি আনন্দের হবে। জাতীয় দলও উজ্জীবিত হবে’। ফিফা র‌্যাঙ্কিংয়ে

ফিলিস্তিনের অবস্থান ১০৬-এ, বুরুন্ডির র‌্যাঙ্কিং ১৫১। তারপরও ফাইনালটাকে ৫০-৫০ বলছেন ফিলিস্তিন কোচ। তার কথা, ‘বুরুন্ডি কঠিন দল। তাদের বিপক্ষে সুযোগ যা-ই আসবে তা কাজে লাগাতে হবে। আমরা ট্রফি জেতার জন্য মাঠে যা যা করার দরকার তাই করবো’। বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরে প্রথমবারের মতো আফ্রিকার তিনটি দেশ অংশ নিয়েছে। বুরুন্ডি শুধু ট্রফি ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে। ফাইনালে সেই দূরত্বটুকুও ঘুচিয়ে দিতে চান কোচ বিফুবুসা জসলিন, ‘প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলছি আমরা। তাই ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই। এর জন্য মাঠে ভালো খেলতে হবে। আমরা সেটাই করবো’। প্রতিপক্ষকে সমীহ করেও হুমকি দিয়ে রেখেছেন বুরুন্ডির কোচ, ‘ফিলিস্তিন বর্তমান চ্যাম্পিয়ন। তারা ভালো খেলছে। আমাদের পারফরম্যান্সও ভালো। তবে মাঠের পারফরম্যান্সই প্রমাণ করবে কে সেরা’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট