চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে

৭ নভেম্বর, ২০২১ | ৫:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, দেড় বছরের বেশি সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে আসছে। তবে দীর্ঘদিন অনলাইনে ক্লাস করার ফলে তাদের মানসিকতায় কিছুটা পরিবর্তন এসেছে।

অনেকেই ক্লাস করার বাইরেও ফেসবুক, বিভিন্ন সামাজিক মাধ্যম এবং অনলাইনে সময় নষ্ট করেছে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে হবে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এছাড়া পরীক্ষায় স্বাস্থ্য সচেতনতার ওপর ১০ নম্বর রেখেছি। করোনাকালীন সময়ে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সবশেষে, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সন্তানদের সময় দিন।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট