চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নতি হয়েছে

৭ নভেম্বর, ২০২১ | ৫:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীরা ঘরের মধ্যে এক প্রকারের বন্দি ছিল। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা কিছুটা প্রশাস্তি পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আসার সুবাধে শিক্ষার্থীরা বন্ধু-বান্ধবের সাথে দেখা করতে পারছে, আড্ডা দিতে পারছে। তাই মানসিকভাবে তারা আগের চেয়ে ভালো অবস্থায় আছে বলে আমি মনে করি। অন্যদিকে, সশরীরে পাঠদান করতে না পারার ফলে শিক্ষকরাও অতৃপ্তীতে ছিল।

তিনি আরও বলেন, যদিও করোনা এখনো দেশ থেকে সম্পূর্ণ যায়নি। তাই শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা কিভাবে পুষিয়ে দিতে পারবো আমরা সে লক্ষ্যে কাজ করছি। এছাড়া, আমাদের প্রায় ৯৫ ভাগ শিক্ষক ইতোমধ্যে টিকার আওতায় এসেছে। অন্যদিকে, এক নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। করোনার সংক্রমণ কমে আসলেও শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট