চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সবকিছু পিছে ফেলে এগিয়ে যাওয়ার সময় এখন

প্রফেসর ড. শিরীণ আখতার, উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৭ নভেম্বর, ২০২১ | ৫:৩৯ অপরাহ্ণ

প্রায় ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এখনো ক্লাস শুরু না হলেও স্থগিত পরীক্ষা ও ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সশরীরে ক্লাসের নির্দেশনা পাওয়া মাত্রই আমরা ক্লাস শুরু করে দিব। আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি।

করোনার প্রভাবে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সশরীরে ক্লাস হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের সন্তান। টিউশন করে তারা নিজেরা চলে এবং অনেকেই পরিবারে সাপোর্ট দেয়। করোনার শুরু থেকে দীর্ঘদিন এসব বন্ধ ছিল। সবকিছু মিলে শিক্ষার্থীদের বড় একটি অংশ মানসিক চাপে ছিল। সবকিছু পিছে ফেলে এখন এগিয়ে যাওয়ার সময়।

যেহেতু এখনো দেশ থেকে করোনা যায়নি। তাই ৭ নভেম্বরের পর সশরীরে ক্লাস শুরু হলেও দূর-দূরান্তে যাদের বাড়ি, তাদের জন্য অনলাইনে ক্লাস করার সুযোগ থাকবে। শিক্ষার্থীদের যেভাবে সুবিধা হয়, আমরা সেভাবে কাজ করবো।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট