চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চন্দনাইশ সদরে জরাজীর্ণ শৌচাগার

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৫ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভা সদর বাজারে ১৩ বছর পূর্বে নির্মিত দুটি শৌচাগার সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ভেঙ্গে পড়েছে দরজা। শৌচাগারের পথটি বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায়। সদর বাজার এলাকায় পাঁচ শতাধিক দোকান রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ বাৎসরিক ১৮ লক্ষ টাকার বিনিময়ে বাজারটি ইজারা দিয়েছেন। বাজারে উপযোগী কোন শৌচাগার না থাকায় বিপাকে পড়তে হয় ক্রেতা এবং বিক্রেতাদের।

তাছাড়া কাঁচা বাজারের সম্মুখে ড্রেনেজ ব্যবস্থা থকলেও ড্রেনের উপর স্ল্যাব না দেয়ায়, বর্ষা মৌসুমে পানি ও ময়লা জমে দুর্গন্ধের সৃষ্টি হয়। সে সাথে নালায় জন্ম নেয়া মশা, পোকা-মাকড় পরিবেশ নষ্ট করছে। এ ব্যাপারে পৌর মেয়র মাহবুবুল আলম খোকা বলেছেন, শৌচাগার নির্মাণের জন্য তিনি ইতিমধ্যে একটি খাস জায়গা নির্ধারণ করেছেন।
তার বিপরীতে ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ হচ্ছে বর্ষা মৌসুমের পরই সেখানে একটি শৌচাগার নির্মাণ করে ঠিকাদারের মাধ্যমে সেটি ব্যবহারের উপযোগী রাখার পদক্ষেপ গ্রহণ করবেন বললেও দীর্ঘ ২ বছরে কোনরকম পদক্ষেপ গ্রহণ করেননি মেয়র।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট