চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে দিনব্যাপী কর্মসূচি

১৩ অক্টোবর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

রাউজানের আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ‘মিলেমিশে আমরা’ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে সম্প্রতি।

বিভিন্ন কর্মসূচির মধো ছিল পুনর্বাসিতদের সাথে আড্ডা, তাদের সুখ-দুঃখের স্মৃতিগুলো শোনা, খাবার পরিবেশনা ও আলোচনা সভা। সংগঠনের গ্রুপ মডারেটর সামিনা ইউসুফ কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান’র আহ্বায়ক ও রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন। সংগঠনের সদস্য কবি এম সাইমনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গ্রুপ মডারেটর জাহিদা সুলতানা, লুবনা বিনতে আহমদ, রবিউল হুসাইন রবি, গ্রুপ ফাউন্ডার এডমিন এরশাদুর রহমান, এ এইচ রুবেল তালুকদার, মমতাজ বেগম, জাবেদ হোসেন, সাইফুল ইসলাম সোহেল, পারভীন চৌধুরী, মামুন হোসাইন, শাহনিয়ার আকতার, জাহেদ চৌধুরী, সাজ্জাদ হোসাইন প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রত্যেক সন্তানের দায়িত্ব নিজ পিতা-মাতার ভরণ পোষণ, সেবা শুশ্রুষা তথা তাদের প্রতি যত্নবাদ হওয়া। বক্তারা দৃঢ়তার সাথে আশাপোষণ করে বলেন, বৃদ্ধাশ্রম নয় পরিবার ও সন্তানই হোক বাবা মায়ের শেষ আশ্রয়স্থল।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট