চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ক্লাসে ছাত্র সেজে ইউএনও

৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:৫৬ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ক্লাস নিচ্ছেন শিক্ষক আবু বক্কর সিদ্দিক। সব শিক্ষার্থীই ড্রেস পরা। হঠাৎ ক্লাসের পেছনের দরজা দিয়ে ঢুকেন আরো এক শিক্ষার্থী। যাকে দেখে কৌতুহলী হয়ে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। এরই মধ্যে বিদ্যালয়জুড়ে হইচই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু এসে দেখলেন শেষ বেঞ্চে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এই শিক্ষার্থী মো. তমাল হোসেন। যিনি গুরুদাসপুর ইউএনও। এই কর্মকর্তা আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রথমে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যান। পরে বেগম রোকেয়া গার্লস ও চাঁচকৈড় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছদ্মবেশে ঝটিকা অভিযান চালান। তার উপস্থিতি মুহূর্তেই বদলে দেয় বিদ্যালয়ের পরিবেশ।

ইউএনও মো. তমাল হোসেন জানান, বিদ্যালয়ের কিছু শিক্ষকদের পাঠদানে শিক্ষার্থীরা অমনোযোগী থাকে বলে অভিযোগ পেয়েছি। অথচ একই শিক্ষার্থীদের ঠিকই কোচিং করান। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। মূলত এসব বিষয় পর্যবেক্ষণের জন্য এ অভিযান চালাই।

তিনি আরো জানান, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করেছি। এ সময় শ্রেণি শিক্ষককের সঙ্গে পাঠদানের কৌশল নিয়ে আলোচনা করি। এছাড়া বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজে গিয়ে দেখি, যানবাহনের বিকট শব্দে অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকের বক্তব্য শুনতে পায় না। এতে শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে। যা সমাধানের আশ্বাস দেই।

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট