চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১ মে পটিয়ায় মালঞ্চের ৪০ বছর পূর্তি উৎসব

৪ মে, ২০১৯ | ১:৩৯ অপরাহ্ণ

আগামী ১ মে বুধবার পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উৎসব। এদিন পটিয়া মুন্সেফ বাজার সংলগ্ন কর্ণফুলী কমিউনিটি সেন্টারে দিনব্যাপী নানা আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে থাকবে সকাল ৯টায় মালঞ্চ ফ্যামিলি ডে, বইমেলা ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন। মালঞ্চের নিবন্ধিত সদস্যদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আনন্দমূলক প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
বিকাল ৩টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখকদের স্বরচিত কবিতা পাঠ, গুণজন সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ, মালঞ্চ প্রকাশনার মোড়ক উনে§াচন এবং সমাপনী সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজনে অংশ নিতে মালঞ্চ বন্ধু সংগঠক, আগ্রহী লেখক শিল্পী সাহিত্যিক সকলকে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন করতে যোগাযোগ আবদুর রহমান রুবেল ০১৮৪০০২৪১৮৫ ডা. পিন্টু দে, আদালত সড়ক, পটিয়া ০১৭১৪৮০৬২৩২ এড. খুরশীদ আলম ০১৮২৭৭০৮৫৯৩ এবং আরিফ রায়হান ০১৮১৯৮২২১২৮, শৈলী প্রকাশন, হোটেল লুসাই ভবন চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
এ উপলক্ষে প্রস্তুতি সভা মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্রের সভাপতিত্বে ১০ এপ্রিল পটিয়া আইন কলেজ হলে অুনষ্ঠিত হয়।
সভায় উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী, এডভোকেট খুরশীদ আলম, কবি জামাল আহমদ, গিয়াস উদ্দিন সেলিম, ডা. পিন্টু কুমার দে, সোহেল পারভেজ সুমন, সাজেদুল করিম রুদ্র, জি এম রিপন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট