চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঠোঁটের পরিচর্যায় হলুদ

অনলাইন ডেস্ক

২ মে, ২০২১ | ১:২৭ অপরাহ্ণ

রূপচর্চার গোপন অস্ত্র হিসেবে প্রাচীনকাল থেকেই হলুদ ব্যবহৃত হয়ে আসছে। হলুদ ত্বকের ‘পিগ্মেন্টেইশন’ কমায় ও ত্বক উজ্জ্বল করে। এছাড়াও ব্রণের সমস্যা কমাতে হলুদ কার্যকর। এর উপকারিতার জন্য এখনও তা ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হচ্ছে।

হলুদ একটা জাদুকরী মসলা যা ‘কারকিউমিন’ নামক এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা প্রদাহনাশক উপাদান। এটা দাগ ছোপ দূর করতেও সহায়ক। হলুদ ত্বকের শুষ্কতাও দূর করতে পারে। এটা ঠোঁট ফাটার ঘরোয়া সমাধান হিসেবেও কার্যকর।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ঠোঁটের যত্নে হলুদের ব্যবহার সম্পর্কে জানানো হল:

ঠোঁটে হলুদের স্ক্রাব
ঠোঁটের মৃত কোষ দূর করে কালচেভাব কমাতে হলুদ কাজ করে।
লিপ স্ক্রাব তৈরি করতে এক চা-চামচ হলুদের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে নিন।
এই মিহি পেস্ট দিয়ে ঠোঁট এক মিনিট এক্সফলিয়েট করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ঠোঁট আলতোভাবে মুছে, আর্দ্রতা রক্ষা করতে নারিকেল তেল ব্যবহার করতে হবে।

এক সপ্তাহ ব্যবহারেই ভালো ফলাফল পাওয়া যায়। এতে ঠোঁট আগের চেয়ে মসৃণ হবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট