চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঘরোয়া স্ক্রাবে দূর হবে ব্ল্যাকহেডস

অনলাইন ডেস্ক

৩ মার্চ, ২০২১ | ৩:৩২ অপরাহ্ণ

মুখের ত্বকে ব্ল্যাকহেডস একটি বড় সমস্যা। সৌন্দর্যে ভাটা পড়ে ব্ল্যাকহেডসে। ত্বকের স্বাভাবিক মেলানিন এবং তেল বাতাসের সংস্পর্শে এলে তা অক্সিডাইজ হয়ে কালো রঙ ধারণ করে। রঙ কালো দেখানোর কারণে অনেকেই ব্ল্যাকহেডসকে ময়লা ভেবে ভুল করেন। কিন্তু আসলে ময়লার সাথে ব্ল্যাকহেডসের কোনো সম্পর্ক নেই। আপনার চেহারায় ব্ল্যাকহেডস থাকা মানে এই নয় যে, আপনি অপরিচ্ছন্ন।

ব্ল্যাকহেডস সাধারণত থুতনি, নাক ও নাকের আশপাশের অংশেই বেশি দেখা যায়। আর এই নিয়ে দুশ্চিন্তারও অন্ত নেই। পার্লারে গিয়ে ফেসিয়াল, ক্লিনিং, স্ক্র্যাবিং, কত কি না করতে হয়। এরপরেও সমস্যা কিন্তু থেকেই যায়।

ব্ল্যাকহেডসের এই সমস্যা মিটবে ঘরোয়া ক্রাবে। ঘরোয়া একটি সহজ সমাধান জানাবো এই আয়োজনে। সহজেই ৩টি উপাদানে একটি ফেস স্ক্রাব বানিয়ে নিতে পারেন যা পুরোপুরি ব্লাকহেডস দূর করতে খুবই কার্যকর। তবে প্রয়োজনের অতিরিক্ত স্ক্রাব করলে উপকারের বদলে ত্বকের ক্ষতিই বেশি হবে।

ঘরোয়া উপায়ে স্ক্রাব তৈরির পদ্ধতি:

প্রথমে একটা কলা ভাল করে চটকে (পেস্ট) নিতে হবে।
এর মধ্যে ২ চামচ ওটসের গুড়ো মিশিয়ে নিন।
এরপর এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিন।
মিশ্রণটি ভালো করে মুখে মাখুন। ১০ মিনিট হালকা হাতে স্ক্রাবিং করুন। স্ক্রাবিং হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধীরে ধীরে মুখ ধুয়ে ফেলুন।

প্রতিদিন ব্যবহৃত ময়েশ্চারাইজার মুখে ব্যবহার করুন। এই পদ্ধতি ব্ল্যাকহেডসের সমস্যা থেকে সহজেই মুক্তি দিবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট