চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মায়ের হাতের রান্না

২২ মে, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

আমরা সবাই আমাদের মা কে ভালোবাসি, ভালোবাসি তার সব কিছু, হতে চাই তার মতো, আর এই জন্যই আমাদের এবারের উদ্দ্যোগ। আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে,উইমেন ইন ডিজিটাল
মা-দের উৎসর্গ করে সর্বপ্রথম একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস্ রিলিজ করেছে, যা আমাদের মায়ের হাতের রান্নাকে বিশ্বের সবার ঘরে ঘরে ছড়িয়ে দেবে। এটি রান্না বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপস,যার নাম গঙগ’ঝ জবপরঢ়বং ( মম’স রেসিপিস)। এটি গত ৬ই মে গুগল প্লে স্টোরে রিলিজ করা হয়েছে।
এই অ্যাপস-এর মাধ্যমে আমরা আমাদের মা-এর হাতের রান্না এবং রন্ধন প্রক্রিয়া খুব সহজ ভাবে বর্ণনা করতে পারবো এবং পৃথিবীর যে কেউ যেকোনো প্রান্ত থেকে সেই রেসিপিটি রান্না করে পরিবেশন করতে পারবে। বর্তমানে এই অ্যাপসটির নবঃধ াবৎংরড়হ রিলিজ করা হয়েছে। প্রতিটি ব্যবহারকারী তার নিজের নাম,ইমেইল অ্যাড্রেস, ছবি এবং মায়ের ছবি দিয়ে একাউন্ট খুলে খুব সহজে রেজিষ্ট্রেশন করতে পারবে। এই অ্যাপসটির বিশেষ ফাংশনগুলো হচ্ছেঃ কমেন্ট, লাইক, শেয়ার, ছবি সংযুক্ত করা। অ্যাপসটিতে যেকোনো দেশের ভাষা প্রয়োগ করা যাবে এবং কেউ চাইলে রেসিপির ভিডিও আপলোড করতে পারবে।
বর্তমানে আমরা সবাই কাজের প্রয়োজনে ঘর থেকে অনেক দূরে অবস্থান করি এবং প্রতিটি মানুষের কাছে তার মায়ের হাতের রান্নার চেয়ে সুস্বাদু ও মজাদার রান্না কেউ করতে পারে না, এই কথা বিবেচনায় নিয়ে প্রতিটি মায়ের রান্না ঘরে ঘরে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা। গুগল প্লে লিংক: যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ফবঃধরষং?রফ=পড়স.ড়িসবহরহফরমরঃধষ.ঁংবৎ.সড়সৎবপরঢ়বং

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট