চট্টগ্রামের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক সহকারী অধ্যাপক ডা. জামাল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। সোমবার (১৫ এপ্রিল) এক শোক বার্তায় বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম শোক প্রকাশ করেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আবদুস সালাম বলেন, অধ্যাপক ডা. জামাল আহমেদ ছিলেন ছিলেন হৃদরোগ চিকিৎসার একজন দক্ষ ও নির্ভরশীল। তিনি অল্প সময়েই দেশের হৃদরোগ চিকিৎসায় নির্ভরতার প্রতীক হয়েছিলেন। তার এই মৃত্যুতে জাতির অপরিসীম ক্ষতি হয়ে গেল।
শোক বার্তায় শিল্পপতি আবদুস সালাম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে রবিবার (১৪ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ডা. জামাল আহমেদ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এই চিকিৎসকের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায়। ডা. জামাল আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (১৫ এপ্রিল) সোমবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি হ্নীলায় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, হ্নীলা হাশেম-গুলফরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জামাল আহমেদ কক্সবাজারে দীর্ঘ ৩০ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা, কারিগরী ও ধর্মীয় শিক্ষা, লাইব্রেরিসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছেন। এছাড়া তিনি চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বপালন করেন।
পূর্বকোণ/এএইচ