চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আমরা নিজেকে অন্যের ফ্রেমে দেখতে বড্ড ভালবাসছি!

২৪ জানুয়ারি, ২০২৩ | ১০:২৭ অপরাহ্ণ

আমরা যেন কিসের পেছনে দৌড়ে আমাদের সব সুন্দর হারিয়ে ফেলছি। বেশির ভাগ বাসায় সকালের নাস্তা খায় না, দুপুরে গোসল করে খাবার খেতে আসার রেওয়াজ মুছে গেছে অনেক আগেই। সন্ধ্যায় বিছানা ঘর ঝাড়া, নিপাট করে চুল বাঁধা, সবাই বসে চা-মুড়ি খাওয়া, রাত উপোস না দেয়া কিচ্ছুই আর নাই!  সব সেকেলে/পেইনফুল নিয়ম?!

বিয়ে বাড়ি কনে আর শাড়ি পরে না, লেহেঙ্গা! অতিথিদেরও বেশির ভাগ তাই! খাবারের সেই এক মেনু-বিরিয়ানি/রোস্ট/জর্দা/বোরহানী?!

 

বেজায় আধুনিক হতে যেয়ে আমরা পুরনো সব উপেক্ষা করছি! মা বাবা, পুরনো সম্পর্ক, সকাল-সন্ধ্যা, সত্য বলা সব-সব ছাড়ছি!

ভনিতা-মিথ্যায় বেহায়া হওয়া ব্যক্তিত্ব নিয়ে ক্রমাগত হে হে করে হাসছি! আমরা নিজেকে অন্যের ফ্রেমে দেখতে বড্ড ভালবাসছি!

অল্প সময় পরে আমরা অনেক খুঁজেও জানবো না, আমাদের সেই সুখের সংস্কৃতিটা কোন অচেনা জায়গায়, কখন ফেলে এসেছি⁉

“আমি তবুও গেছি রয়ে, মাটির ঘরে বন্দী হয়ে,ভাবছি বসে কবে আবার,তোমারই ডাক আসবে আবার, ছুটি নিয়ে মিলবো গিয়ে…..”!

লেখক: অভিনেত্রী।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট