চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নতুন প্রযুক্তির কাছে হার মানল চিঠির দিনগুলো

২৫ ডিসেম্বর, ২০২২ | ১:১৪ অপরাহ্ণ

বহু-বহুদিন গত হয়ে যাওয়া একটা সময়, চিঠির দিন ছিল। চিঠি দিও প্রতিদিন, একটা গানও ছিল। একটা চিঠির আশায় থাকতো কত অপেক্ষা, সে অপেক্ষার প্রহরের উদ্বিগ্নতা ছিল অন্যরকম!

 

যারা চিঠির সময়ের মানব-মানবী, তারাই শুধু জানে সে সময়ের কি অনুভূতি। চিঠির মধ্যেই থাকতো আপনজনের সমস্ত আন্তরিকতার আদ্যোপান্তের জটিল পরিধি!

 

চিঠির অপেক্ষায় থাকতে থাকতে কত প্রতীক্ষিত সময় চলে গেছে, তা শুধু চিঠি পিপাসুরাই জানে! কত বিনিদ্র রাত চলে গেছে চিঠি লেখায়, সে চিঠির উত্তরের প্রত্যাশার অনুভূতি ছিল অন্যরকম প্রতীক্ষার প্রহর গোনা।

 

কবে আসবে সেই কাঙ্ক্ষিত চিঠির খাম (ইনভেলাপ)। চলে গেছে বহুযুগ আগে সে সময়। মানুষ ভুলে গেছে চিঠির খাম। এখন চিনতেই পারে না কেউ ইনভেলাপ।

 

মনে আছে তাদের, যারা ছিল চিঠির জন্য লোলুপ কিন্তু এখন আর তাদের সেই প্রতীক্ষিত দিন আর নাই। নতুন প্রযুক্তিতেও তাদের সেই আনন্দ আর নেই। কালের আবর্তে, শেষ হয়ে গেছে তাদের সেই কাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত দিবসের ভাগ!

লেখক : সাইদা আক্তার কল্পনা

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট