চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সাপোর্ট কর, কিন্তু কাউকে নোংরা ভাষায় আক্রমণ করে নয় : মাহবুব কবির

১ ডিসেম্বর, ২০২২ | ১২:৫১ অপরাহ্ণ

ট্রল করা ভয়াবহ এক নেশা। অদ্ভুত এক মাদকতা। কাউকে খোঁচানো অপার এক আনন্দ। এই নেশায় নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম প্রায়। এক ভাইয়ের কমেন্টে হুঁশ হলো। খেলা নিয়ে ইঙ্গিত করা সব পোস্ট তুলে নিয়েছি।

আমাদের দেখে বাচ্চারাও শিখছে এসব। সাপোর্ট কর, আনন্দ বেদনা ভাগাভাগি করে নাও, কিন্তু কাউকে কষ্ট বা নোংরা ভাষায় আক্রমণ করে নয়।

দল বা ঐ দেশ কোনদিন জানবে না, আমরা তাদের সাপোর্টে হানাহানি বা জীবন দিয়েছি।

আমরা কতটা জিঘাংসা বা বিকৃতি অন্তরে লালন করি, তা চলমান প্রেক্ষাপটে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।

মেয়েকে বলে দিয়েছি, আনন্দ কর কিন্তু তা নিয়ে ট্রল তো দূরের বিষয়, কারো সাথে এনিয়ে নেগেটিভ কথাও বলতে পারবে না।

এই সাময়িক আনন্দ কিন্তু থাকবে না। আমরা আমাদের নিয়েই পথ চলতে হবে। সবার জন্য ভালবাসা ও শুভকামনা। সূত্র : লেখাটি ফেসবুক থেকে নেয়া।

লেখক : মাহবুব কবির মিলন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট