চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঘ্রাণের আছে অদ্ভুত এক ক্ষমতা

২৪ অক্টোবর, ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ

সকাল ১১টা- ১২টার দিকে মাঝে মাঝে গ্রোসারি নিতে বের হই। চান্দগাঁও আবাসিক এলাকার ভেতর দিয়ে যাওয়ার সময় আশ-পাশের বাসা বাড়িগুলো থেকে আসা নানান রকম ঘ্রাণ লাগতে থাকে নাকে। কখনো রান্না করা মুরগীর মাংসের ঘ্রাণ, কখনো শুটকি দিয়ে কোনো তরকারি; কখনো খুব পরিচিত কোনো পারফিউম এর ঘ্রাণ। কখনো সেই ছোটবেলায় ব্যবহার করা খুব প্রিয় কোনো এক সাবানের ঘ্রাণ। মাঝে মাঝে এই নানান রকম ঘ্রাণ চট করে সেই ছোটবেলার কোনো এক সকাল বা দুপুরে নিয়ে দাঁড় করিয়ে দেয়। মনে হয় যেন সেই মা-বাবা ভাইদেরকে নিয়ে জমজমাট বাসাটাতেই আছি। যেখানে আম্মু রান্নাঘরে রান্না করছেন। ভাই কোনোটা নিজের রুমে ব্যয়াম করছে, হয়তো কোনোটা গান শুনছে। কোনোটা হয়তো বারান্দায় দাঁড়িয়ে আড্ডাতে মশগুল। আর আমি ফ্রক গায়ে খোলা বারান্দায় দাঁড়িয়ে নিচে রাস্তায় থাকা বান্ধবীদের সাথে ইশারায় কথা বলছি… ঘ্রাণের খুব অদ্ভুত এক ক্ষমতা আছে। মুহূর্তেই অতীতে নিয়ে ফেলে দিতে পারে। অথবা কোনো সময় খুব খারাপ কোনো মুহূর্তে… মানুষ আসলে বাঁচে কিসে? অতীতের স্মৃতি হাতড়ে, নাকি ভবিষ্যতের আশায়। বর্তমান বলে কি তাহলে আসলেই কিছু আছে নাকি সব অতীত আর ভবিষ্যতের মরীচিকা !

লেখক : উদ্যোক্তা, চকোমেলো

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট