চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তপ্ত রোদের গল্প

জোয়াইরিয়া বিনতে আজিজ

১৫ সেপ্টেম্বর, ২০২১ | ৮:২৫ অপরাহ্ণ

এখানে, রচিত হয় সব
তপ্ত রোদের গল্প
ভেজা কাব্য; অথচ পাহাড়ি ঢালু রাস্তা
হয়েছে বড়ই নাব্য।

ভাঙা খেয়ালে চট করে নামা
কড়কড়ে রৌদ্রময় দিন,
অব্যক্ত সে ঘর্মাক্ত বুকে
আলিঙ্গনের স্বাদ অমলিন।

জপ করেছে হারানো দিনের
সেই সুখময় স্বস্তিতে,
কলিকাল এসে গেছে
ডাস্টবিন বস্তিতে।

কটকটে গন্ধ, আজকাল
শহুরে বিধ্বস্ত জীবন,
কল্পনার বান ডেকে আনে
অজানার গল্প মনন।

সেই স্মৃতিরা কাঁদিয়ে যায়
একটু ছায়ানীড়ের আশায়,
কে জানতো; বৃক্ষ নিধন
করবে ভালোবাসায়!

কাজলের মতো রেখা আঁকে
করে যায় পায়চারি,
ক্ষণিকের মেঘ বৃষ্টি ঝরাতে
করছে আহাজারি।

লেখক: আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্বকোণ/এএ/

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট