চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রকৃতির আইন

৩ এপ্রিল, ২০২১ | ৬:৩১ অপরাহ্ণ

আপনি সবজি ওয়ালার থেকে প্রতি কেজি ২ থেকে ৫ টাকা কমানোর খুব চেষ্টা করেন। কমিয়ে কিনে আনতে পারলে মনে করেন জিতে গেছেন। রিকশাওয়ালার কাছ থেকে ৫ বা ১০ টাকা কমিয়ে গন্তব্য পৌঁছাতে পারলে মনে করেন জিতে গেছেন। কিন্তু প্রকৃতি বা উপরওয়ালা যে আপনার কাছ থেকে নানান লীলা-খেলায় (আপনার বা আপনার প্রিয়জনের অসুখ-বিসুখ, কোন প্রিয় কিছু হারিয়ে যাওয়া, লোকসান হওয়া, নষ্ট হওয়া, দুর্ঘটনা ইত্যাদি) আপনার কাছ থেকে ঠিকই নিয়ে নেয়, তা আপনি ধরতে পারেন না। প্রকৃতি তার প্রাপ্য ঠিকই বুঝে নেয় এবং ঠিকই পরিশোধ করে। আপনি যেকোনো পন্থায় আশীর্বাদ দিন (সাহায্য/ দান/ উপহার/ ভালোবাসা/বিনয়/দয়াবান) প্রকৃতি আপনার কাছে ফেরত পাঠাবে দ্বিগুণ আকারে।

আপনি মানেন আর না মানেন, কিচ্ছু আসে যায় না কিন্তু এই চক্র বিদ্যমান এবং অবিনশ্বর। আপনার কাছে একজন সাহায্য চাইলো, মনে করলেন আপনার সঞ্চয় নষ্ট হবে কিংবা সঞ্চয়ে ঘাটতি হবে, সাহায্য করলেন না। সেই ব্যক্তির প্রয়োজন (যদি সৎ উদ্দেশ্য হয়) কোন না কোনভাবে প্রকৃতি পূরণ করবে কিন্তু আপনার জীবনে সঞ্চয় কোন দিক যে ভাঙা শুরু হবে আপনি হয়তো নোটিশই করবেন না। ভাববেন ভাগ্যিস সঞ্চয় ছিল তাই এখন খরচ করতে পারছেন। কিন্তু অর্থ যে কোন এক বাহানায় চলে যাচ্ছে চোখে পড়বে না। অর্থ এমনই এক এনার্জি বা শক্তি, যেটাকে আপনি মনে করেন যে আপনি ধরে রাখতে পারেন কিন্তু আসলে কোন এনার্জিকে ধরে রাখা যায় না। এনার্জি ফ্লো করে সবসময়। আপনি ধরে রাখবেন চলে যাবে আর উদার মনে দিবেন, দ্বিগুণ ফেরত আসে। ধরুন আপনি সাহায্য করলেন কাউকে, হয়তো সে মিথ্যা অজুহাতে টাকাটা নিয়েছে কিংবা টাকাটা সময়মতো ফেরত আর ফেরত দেয়নি। আপনি মনে করলেন আপনার ক্ষতি হলো। কিন্তু বিশ্বাস করুন আপনার কোন ক্ষতি হয়নি। প্রকৃতি সব হিসাব রাখে। আপনার কাছে কোন কোন পন্থায় অর্থ চলে আসে দ্বিগুণ আকারে। আপনি আটকে থাকবেন না (তবে আপনাকে উদার মনে মাফ করে দেয়ার ক্ষমতা থাকতে হবে, রাগ-ঘৃণা জাতীয় নেতিবাচক অনুভূতি ধরে রাখলে তা ব্লক করে রাখে আপনার পথে)। কিন্তু ঐ ব্যক্তি যেই অর্থ আপনার কাছ থেকে নিয়েছে, সেটি দিয়ে সাময়িক কিছু আনন্দ পেয়ে থাকলেও সেটি আর তার কাছে তো থাকবেই না, বরং দ্বিগুণ ব্যয় হতে থাকবে কোন না কোন বিপদে/ ঝামেলায়; সেটিও তিনি নোটিশ করবে না। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার জীবনে যা ঘটে তা আপনারই কাজের প্রতিফলন। আপনি নোটিশ করেন কিংবা না করেন, মানেন বা না মানেন, প্রকৃতি তার খেলা খেলে যায়। এটিই প্রকৃতির আইন।

লেখক: মডেল ও অভিনেত্রী

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট