চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িগামী যাত্রীদের ভোগান্তির শেষ কোথায়!

অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২১ | ২:০৭ অপরাহ্ণ

শুক্রবার এলেই শহর থেকে ফটিকছড়িগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয় অক্সিজেন মোড়ের বাসস্টপে। ফটিকছড়ির হাজার হাজার মানুষ চাকরি ও ব্যবসা বাণিজ্যের সুবাধে চট্টগ্রাম শহরে বসবাস করে থাকেন। শুক্রবার ছুটিরদিন এলেই বেশিরভাগ মানুষ নাড়িরটানে বাড়ির দিকে ছুটে যায়। কেউ এলাকার সবার সাথে জুমার নামাজ আদায় করতে, কেউ বা মা-বাবাকে দেখতে বা যাদের মা বাবা নেই তাদের কবর জেয়ারত করতে, আবার কেউ পরিবার পরিজনকে দেখতে একদিনের জন্য বাড়ি যেতে চাই। কিন্তু অক্সিজেন মোড়ে এসে অনেকের সেই একদিনের জন্য বাড়ি যাওয়ার আগ্রহটা মাটি হয়ে যায়। প্রথমত শুক্রবারে ফটিকছড়ি বিবিরহাটগামী কোনো বাস থাকে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যদিও একটা পাওয়া যায়, তারা যাত্রীদের থেকে চেয়ে বসে দ্বিগুণের বেশি ভাড়া।

বাসের অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, বাড়িতে জুমার নামাজ পড়ে মা-বাবার কবর জেয়ারত করতে যেতে বের হয়েছি। এখানে এসে এক ঘন্টার মত দাঁড়িয়ে আছি, ফটিকছড়ির কোনো বাস নেই, নাজিরহাট-দরবারের বাস ছাড়া অন্য বাস নেই। খাগড়াছড়িগামী বাস থাকলেও অন্যদিন তারা ফটিকছড়ির যাত্রি নিলেও বন্ধেরদিন বা শুক্রবারে নেয় না। যাদের সামর্থ্য আছে তারা রিজার্ভ সিএজি নিয়ে চলে যায়, কিন্তু সাধারণ মানুষ তো তা পারে না। এই কষ্টে বাড়ি যেতেও মন চাই না। মনে হয় আজ নামাজ এখানেই পড়তে হবে।

লেখক: সীরাত মঞ্জুর, সংবাদকর্মী

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট