৭ ফেব্রুয়ারি, ২০২১ | ২:৩০ অপরাহ্ণ
মো. ইমরান রহমান
এক কোটি ২০ লাখ প্রবাসীদের যৌক্তিক পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ অঙ্গীকারবদ্ধ। প্রবাসীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে।
প্রবাসীদের যৌক্তিক পাঁচ দফা দাবি: প্রবাসীদের (কাগজপত্র সহ/কাগজপত্র বিহীন) মৃতদেহ সরকারী খরচে দেশে নিতে হবে; প্রবাসী ও প্রবাসীদের পরিবারের জান মালের নিরাপত্তার জন্য প্রবাসী নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; জাতীয় বাজেটে প্রবাসীদের কল্যাণ ও উন্নয়নের জন্য পাঁচ শতাংশ বরাদ্দ দিতে হবে; বিশ্বের যে সকল দেশে বাংলাদেশী প্রবাসীরা আছেন অথচ বাংলাদেশী দূতাবাস নাই সেই দেশগুলো তে বাংলাদেশী দূতাবাস স্থাপন করতে হবে এবং দালালমু্ক্ত ও সূলভ মূল্যে প্রবাসে কর্মসংস্থান এবং পাসপোর্ট সেবা চাই।
‘প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার’ এসো এক হই অধিকারের কথা কই’।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 110 People