চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিড়াল পালন অটিজম শিশুদের আচরণের উন্নতি ঘটায়: গবেষণা

অনলাইন ডেস্ক

২১ জানুয়ারি, ২০২১ | ১:৩৫ অপরাহ্ণ

সম্প্রতি ইউনিভার্সিটি অব মিসৌরি হিউম্যান-এনিম্যাল ইন্টারেক্টেশন রিসার্চ সেন্টারের এক গবেষণায় বলা হয়, বিড়ালের বাচ্চা লালন-পালন অটিজম শিশুদের আচরণগত সমস্যার উন্নতি করতে সহায়তা করে। তাদের এই গবেষণাটি পেডিয়াট্রিক নার্সিং জার্নালে প্রকাশিত হয়।

গবেষণায় গবেষকরা ৬ থেকে ১৪ বছর বয়সী অটিজম শিশুদের ১১টি পরিবারকে বিড়াল গ্রহণ করতে বলেছিলেন। এরপর মোট ১৮ সপ্তাহ ধরে শিশুদের পর্যবেক্ষণ করা হয়।

গবেষণায় দেখা গেছে, বিড়ালদের খাওয়ানো ও দেখাশুনার কারণে অটিজমে আক্রান্ত শিশুদের হাইপার্যাকটিভিটি, অমনোযোগ, বুলি এবং প্রজেকশনের মতো আচরণগত সমস্যার উন্নতি করতে সহায়তা করেছে।

গবেষক দলের প্রধান গ্রেচেন কার্লিসেল জানান, তারা যে সকল সংবেদনশীল সমস্যার মুখোমুখি হন, সেটির কারণে অটিজম আক্রান্ত শিশুদের জন্য কুকুরের চেয়ে বিড়ালদের খাওয়ানো বেশি উপযুক্ত হতে পারে।

কুকুর পালন শিশুদের মধ্যে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করলেও বিড়ালদের নিয়ে এ জাতীয় সমস্যা অনুভব হবে না। সূত্র: আনাদোলু এজেন্সি

 

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট