চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হযরত হাওয়া’র (আ.) কবর, জেদ্দা

১৯ মে, ২০১৯ | ৩:০৮ পূর্বাহ্ণ

জেদ্দা শহরের আল বালাদ এলাকায় বেশ কিছু প্রাচীন কবরস্থান আছে। এর মধ্যে একটি বিশেষ কবরের পাশে লেখা আছে ‘আমাদের সকলের মা হাওয়া’। তার ভিতরে একটি কবর আছে এবং বিশ্বাস করা হয় যে এটি আমাদের আদি মাতা হযরত হাওয়া (আ.) এর কবর। একসময় এই কবরটি ১২০ মিটার লম্বা, ৩ মিটার চওড়া ও ৬ মিটার উঁচু ছিল। এ থেকেই তখনকার যুগের মানুষের দৈহিক আকৃতির বিশালত্তের প্রমাণ পাওয়া যায়। কবরটি ক্ষতিগ্রস্ত হবার আগে এর আকার এরকমই ছিল। কিন্তু অনেক যুগ আগেই কবরটির অবস্থার অবনতি হতে থাকে, বিশেষ করে ওয়াহাবিয় আমলে। ওহাবিয়রা মনে করত যে কবরের মত বিষয়কে যত্ন সহকারে সংরক্ষণ করার কিছু নাই। তাই অবহেলায় ও অযতেœ কবরটি কালের গহ্বরে হারিয়ে যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট