চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুনাফালোভীদের ঠেকাতে চাই কঠোর পদক্ষেপ

১৫ মে, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

ব্যবসায়ীদের জন্য রমজান মাস অনেক বড় একটি ব্যবসায়ের মাস। এই মাসটিকে কেন্দ্র করে বিভিন্ন মজুদদার যারা আছে তারা মজুদ সংগ্রহ করে রাখে। অর্থাৎ একটি কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে। যেমন: ছোলা, চিনি, চাল, ডাল আরো বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস তারা মজুদ করে রাখে এবং এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রত্যেকে এটি করে আসছে। আমি না হয় যতটুকু প্রয়োজন ততটুকু কিনলাম। কিন্তু ব্যবসায়ীদের মতো ক্রেতাদের মধ্যেও কিছু লোক আছে যারা রমজান আসার আগে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিস ক্রয় করে রাখে। কারণ তারা মনে করে রোজার সময় এই জিনিসটির দাম বেড়ে যাবে। সুতরাং শুধু ক্রেতাদের বললেই হবে না। এই সকল অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় এবং আইন প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সাবরিনা সুলতানা
ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট