চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দুর্নীতিমুক্ত মাতৃভূমি চাই

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৪ পূর্বাহ্ণ

দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। তৃতীয় বিশ্বের এই দেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সাম্প্রতিক সময়ে রূপপুরের বালিশ কা- কিংবা পর্দা কা- বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। সামান্য একটি বালিশ কিভাবে ৬ হাজার টাকার উপর হয়! আমাদের দেশে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে। টাকা কিংবা রাজনৈতিক ক্ষমতা না থাকলে সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। পিয়নের চাকরি পেতে বড় অঙ্কের টাকা গুনতে হয়। টাকা না থাকার কারণে অনেকে মেধাবী হওয়া সত্ত্বেও চাকরির পায় না। আর টাকা দিয়ে যারা চাকরি পায় তারা সেই টাকা উপার্জন করার জন্য বিভিন্ন রকমের দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। সমাজের প্রতিটি মানুষ সচেতন না হলে দেশের দুর্নীতিকে সমূলে উৎখাত করা সম্ভব নয়। সাধারণ জনগণকে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমাদের কি সমাজের কথা দেশের কথা ভাবা উচিত নয়। ব্যক্তি স্বার্থের জন্য আমরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের কাছাকাছি সময় যারা স্বাধীনতা পেয়েছে তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি একবার ভেবে দেখেছেন?

আসুন, আমরা ব্যক্তি স্বার্থ পরিহার করে দেশের স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। প্রিয় মাতৃভূমিকে দুর্নীতিমুক্ত করার শপথ নেই। দুর্নীতির বিরুদ্ধে আমরা যার যার অবস্থান থেকে যুদ্ধ ঘোষণা করি। তাহলে হয়ত প্রিয় স্বদেশকে দুর্নীতি থেকে মুক্ত করা সম্ভব হবে।

আলী ফজল মোহাম্মদ কাওছার
চাকুরীজীবী, সিলেট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট