চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নিরাপদ ফুটপাত চাই

শাহাজাহান রিপন

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৪৫ পূর্বাহ্ণ

ফুটপাতে সাইকেল, এমনকি দ্রুতগামী বাইকের চলাচল অহরহ দেখা যায়। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যস্ত নগরীতে এটি নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের জন্য ফুটপাতে চলাচল সহজ ও নিরাপদ। কিন্তু সাইকেল ও মোটরসাইকেল আরোহীরা মহা-আনন্দে বাইক নিয়ে ফুটপাতে উঠে পড়ে। এ জন্য হরহামেশা দুর্ঘটনা ঘটে। কেন তারা মূল রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পড়ে জানি না।

তবে এর পেছনে কারণ হতে পারে জ্যাম এড়ানো এবং অন্যকে টপকে যাওয়ার অযৌক্তিক স্পৃহা। কিন্তু এতে যে পথচারীদের হাঁটাচলায় বিঘœ হয় এবং আহত হওয়ার আশঙ্কা থাকে, তা চালকরা ভাবে না। ফুটপাতে চলাচলকারী পথচারীরা বিব্রত ও বিরক্ত হলেও তারা গুরুত্ব দেয় না।

আইনশৃঙ্খলার প্রতি তাদের খেয়াল আছে বলে মনে হয় না। তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ হলে সমস্যার সমাধান হতে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি চাই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট