চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মালামাল রেখে রাস্তা দখল, বাঁশখালীতে ভবন ও স’মিল মালিককে জরিমানা

১৬ জানুয়ারি, ২০২৩ | ৮:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মালামাল রেখে সড়ক দখল করায় একটি স’মিল মালিক ও ভবন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈলছড়ি বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

পূর্বকোণকে তিনি বলেন, বৈলছড়ি বাজারে সেটের বাহিরে রাস্তার ওপর মাছ ব্যবসায়ী ও কালভার্টের ওপর বসা সবজি দোকানিদের সরিয়ে দেয় হয়। ইজারাদারকে ডেকে এনে সতর্ক করা হয়। প্রধান সড়ক দখল করে ইট রেখে কাজ করায় ভবন মালিকে ১০ হাজার টাকা ও রাস্তার ওপর গাছের গুঁড়ি রাখার দায়ে স’ মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, প্রধান সড়ক যানজট মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/অনুপম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট