চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সূচক কমলেও দুর্নীতি কমেনি বাংলাদেশে টিআইবি প্রতিবেদন

২৪ জানুয়ারি, ২০২০ | ৮:৩৬ পূর্বাহ্ণ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক ২০১৯’ এ বাংলাদেশের অবস্থান এক ধাপ নিচে নামলেও কমেনি দুর্নীতির পরিমাণ। এবারের ধারণা সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম, যা ২০১৮ সালে ছিল ১৩তম। গতকাল বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) দুর্নীতির ধারণা সূচক ২০১৯ প্রকাশ করেছে। বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ প্রতিবেদনটি তুলে ধরেন। তিনি বলেন, ‘দুর্নীতির ক্রমানুসারে আমরা এক ধাপ উন্নতি করলেও আমাদের স্কোর বাড়েনি। আগের বছর স্কোর ছিল ২৬, এবারো তাই রয়ে গেছে। স্কোরটি খুবই গুরুত্বপূর্ণ। অন্য কেউ হয়তো বেশি খারাপ করেছে, তাই আমরা এক ধাপ এগিয়েছি। এতে আত্মতুষ্টির সুযোগ নেই। দুর্নীতির ভালো স্কোর করার মতো আইনি ও কাঠামোগত সক্ষমতা আছে। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতার জন্যই স্কোরে এগোতে পারছে না বাংলাদেশ।’ বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে আরো ছয় দেশ। এই ছয় দেশ হচ্ছে- ইরান, হন্ডুরাস, এঙ্গোলা, গুয়াতেমালা, মোজাম্বিক ও নাইজেরিয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট