চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘ঢাকা সিটি নির্বাচনে কোন প্রকার গাফেলতি সহ্য হবে না’

অনলাইন ডেস্ক

২২ জানুয়ারি, ২০২০ | ৫:১৮ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকা উত্তর দক্ষিণ সিটি নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতি দেখতে চায় না ইসি। এই নির্বাচনের দিকে সবার নজর রয়েছে।  এছাড়া কাজে গাফিলতির কোনো অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে দুই সিটি ভোট নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় বসে ইসি।   

সিইসি বলেন, “সবার নজর ঢাকা সিটির ভোটের দিকে। আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভোটে সবাই মহা উৎসবের আমেজে রয়েছে। এর যথাযথ গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটের মাঠে যে কোনো অভিযোগ সঠিকভাবে মিটিয়ে ফেলার নির্দেশনা দেন তিনি।

“কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। আমাদের কাছে অভিযোগ এলে অনিয়মে কারা জড়িত, তা দেখে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট