চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অস্ত্রের কারখানায় পুলিশের অভিযান

মহেশখালীতে অস্ত্রের কারিগর গ্রেপ্তার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী

২১ জানুয়ারি, ২০২০ | ৫:১৫ পূর্বাহ্ণ

মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজসহ এক অস্ত্র কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গত রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজের আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আজাদসহ শক্তিশালী পুলিশের ইউনিট এ অভিযান চালায়। উপজেলার হোয়ানকে অস্ত্রের ভ্রাম্যমাণ কারখানায় অস্ত্র-গুলি তৈরি করা অবস্থায় কারিগর আবদুর রহিম (৪০) প্রকাশ মালেককে বিপুল পরিমাণ গুলির খোসা, কাতর্ুূজ, রাইফেলের গুলি ও ১টি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ।

গ্রেপ্তার অস্ত্রের কারিগর আবদুর রহিম উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া আগা নামক গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর পূর্বকোণকে বলেন, রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারিগরকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট