চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পানিতে তলিয়ে যাচ্ছিলেন কৃষক, জীবন বাঁচালেন পুলিশ

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২০ | ৯:১৬ অপরাহ্ণ

রাজশাহীর জমির আগাছা পরিষ্কারে নেমে বিলের ঠান্ডা পানিতে তলিয়ে যান মোহাম্মদ মিলন (৪০) নামের এক কৃষক। ঠান্ডা পানিতে পুরো শরীর অবশ হয়ে যায় তার। কৃষক তলিয়ে যাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় বিলের পানি থেকে তাকে উদ্ধার করেন মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মোহনপুর উপজেলা সদরের খরখরচা বিল থেকে তাকে উদ্ধার করা হয়। ঠান্ডা পানিতে দীর্ঘসময় ডুবে থাকায় নিস্তেজ হয়ে যান ওই কৃষক। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। এখন অনেকটাই সুস্থ রয়েছেনতিনি।

উদ্ধারকৃত কৃষক উপজেলার মহিষকুন্ডি গ্রামের এমাজ উদ্দিনের ছেলে। বিলের পানিতে এক কৃষক তলিয়ে গেছেন- এমন খবর নিয়ে থানায় গিয়েছিলেন তারই বাবা এমাজ উদ্দিন। তলিয়ে যাওয়া কৃষক তারই সন্তান জানতেন না তিনি। পানি থেকে মিলনকে উদ্ধার করতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এজন্য পুলিশের প্রতি মিলনের বাবা এমাজ উদ্দিন কৃতজ্ঞতা জানিয়েছেন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট