চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ হবে ১ কোটি ১৭ লাখ টাকা

অনলাইন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২০ | ৮:২৯ অপরাহ্ণ

আকাশ পথে বিমান দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত বা মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ বাড়িয়ে ১ কোটি ১৭ লাখ টাকা করা হয়েছে।

মন্ট্রিল কনভেনশনের সঙ্গে সমন্বয় রেখে আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইনসহ ৪টি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের বিষয়ে ২০১৯ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে  এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আকাশপথে পরিবহন আইনে আগে কোনো বিমানযাত্রী দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত বা মৃত্যু হলে তার ক্ষতিপূরণ দেয়া হত ২২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা। আর মন্ট্রিল কনভেনশনে তা বাড়িয়ে করা হয়েছে – ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা। এতে ক্ষতিগ্রস্ত বিমানযাত্রীর পরিবার উপকৃত হবেন। এছাড়া ফ্লাইট বিলম্বিত হলে তারও ক্ষতিপূরণ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে আগে ছিল মাত্র ২০ ডলার। এখন মন্ট্রিল কনভেনশন অনুয়ায়ী ফ্লাইট বিলম্বিত হলে যাত্রী ক্ষতিপূরণ পাবেন ৫ হাজার ৭৩৪ ডলার।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট