চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যেখানে পাবেন নতুন টাকার নোট

পূর্বকোণ ডেস্ক

১৯ মে, ২০১৯ | ৩:০২ অপরাহ্ণ

ঈদ সালামিতে নতুন টাকাই পছন্দ করে ছোট-বড় সবাই।  এ কারণে ঈদ এলেই নতুন টাকা বদলে নিতে ব্যাংকগুলোতে ভিড় জমান জনসাধারণ।

আসন্ন ঈদ উপলক্ষে বাজারে আসছে ১৭ হাজার কোটি টাকার নতুন নোট। আগামী ২২ মে থেকে ৩০ মে পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো।

তবে বাংলাদেশ ব্যাংক ছাড়াও ছয়টি তফসিলি ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবে চট্টগ্রামবাসী।

এগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পোর্ট কানেক্টিং রোড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক হালিশহর, ব্যাংক এশিয়া অক্সিজেন, যমুনা ব্যাংক বহদ্দারহাট, ব্র্যাক ব্যাংক বন্দরটিলা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাটিরহাট শাখা। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের তিনটি কাউন্টারেও নতুন টাকা পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, আগামী ২২ থেকে ৩০ মে পর্যন্ত ব্যাংক লেনদেন সময়ে জন সাধারণ প্রত্যেকে ১০০, ৫০, ২০, ১০ টাকার এক প্যাকেট করে সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন।

এদিকে, ঢাকায় বাণিজ্যিক ব্যাংকের যেসব শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে, সেগুলো হলো- এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংক আব্দুল গণি রোড করর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেসক্লাব শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংক মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংক চকবাজার শাখা, সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংক উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংক রাজারবাগ শাখা, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংক মালিবাগ শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, ব্রাক ব্যাংক শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংক এসএমই এন্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা।

এ ছাড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংক এ্যালিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংক শিমরাইল শাখা নারায়ণগঞ্জ, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংক সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক সাভার শাখা এবং ট্রাষ্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট