চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২৮ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে প্রধানমন্ত্রীর অনুমোদন

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২০ | ১:৩৯ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে ২৮ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হচ্ছে। এ সংক্রান্ত নথি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘জাতির জনক ও তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ সংক্রান্ত কোনো নির্দেশনা তিনি হাতে পাননি। তবে এ ধরনের সিদ্ধান্ত হয়ে থাকলে তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

১৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মোহাম্মদ রফিকুল আলম স্বাক্ষরিত পত্রে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত নিম্নবর্ণিত ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণে প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন করেছেন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে, গোপালগঞ্জ সদর উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, হবিগঞ্জের বাহুবল উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বিদ্যালয়, ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ফরিদপুর বোয়ালমারীর বঙ্গবন্ধু কলেজ খরসূতীসহ মোট ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান ।

 

 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট