চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সড়ক-ফুটপাতে কিছু পেলেই নিলামে বিক্রির ঘোষণা আতিকের

নির্বাচনের তারিখ পেছানোর অনুরোধ আতিকুলের

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২০ | ৯:১৫ অপরাহ্ণ

ভোটারদের সাথে সুর মিলিয়ে এবার ভোট পেছানোর জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আ.লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। রাজধানীর মিরপুরের আলুব্দী ঈদগাহ মাঠে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সমাবেশে নির্বাচন কমিশনের প্রতি এ অনুরোধ জানান তিনি ।

আতিকুল বলেন, আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমি নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি, নির্বাচনের তারিখ সম্ভব হলে পিছিয়ে দিন। যেন কারো ধর্ম পালনে কোনো বিঘ্ন না ঘটে।

তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে, সবারই অধিকার রয়েছে উৎসব পালনের। আমি অবশ্যই মনে করি, সরস্বতী পূজার কারণে যদি নির্বাচন পেছানোর দরকার হয় সেটা করতে হবে।

নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগের জবাবে আতিকুল বলেন, আমি যদি বলতাম, আমার নেতা-কর্মীরা যদি বলতো, ঢাকা শহরে তাবিথ আউয়ালের কোনো পোস্টার থাকতো না।

তিনি বলেন, আমি দলের নেতা-কর্মীদের অনুরোধ করব, আমাদের কোনো পোস্টার ছেড়া লাগবে না, কাউকে বাধা দেয়া লাগবে না। আমি বরং ওয়েলকাম করব, আমি প্রয়োজন পড়লে পোস্টার লাগিয়ে দেব কিন্তু ছিড়ব না।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট