চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শ্যামলীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ | ১২:০৮ অপরাহ্ণ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগানও দেন। 

এদিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় গাবতলী, কলেজগেট থেকে শুরু করে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের তীব্রতা ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কগুলোতেও। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। আন্দোলনের কারণে সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

তবে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট